||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
তালেবানের সরকার গঠনের পর প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন । তিনি বলেন, তাঁর সরকার অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগামী সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে বৈঠক হবার কথা রয়েছে। এ বৈঠক সামনে রেখে ভাষণ দিলেন হাসান আখুন্দ।
তালেবানের সহপ্রতিষ্ঠাতা হাসান আখুন্দর অডিও বক্তব্য শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।
তালেবান সরকারের প্রধানমন্ত্রী প্রায় ৩০ মিনিট ভাষণ দেন। তিনি বলেন, ‘সব দেশকে আশ্বস্ত করছি যে আমরা তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। আমরা তাদের সঙ্গে ভালো অর্থনৈতিক সম্পর্ক রাখতে চাই।’
আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে সহায়তা প্রদান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে হাসান আখুন্দ বলেন, আমাদের ক্ষয়প্রাপ্ত জাতিকে সাহায্য করার জন্য বলছি, যাতে জনগণের সমস্যার সমাধান করা যায়।
হাসান আখুন্দ জোর দিয়ে বলেন, আফগানিস্তান যেসব সমস্যার সম্মুখীন, তা দেশটির বিগত সরকারগুলোর কর্মফল।
এসএ//এফএস