||খেলার মাঠ প্রতিবেদন||
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাতিল করা হয়েছে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব । আগামী বছরের ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।
১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়েদের র্যাঙ্কিংয়ে থাকা সেরা ৮ দল নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। শনিবার এক বিবৃতিতে সংস্থাটির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বাছাই পর্ব বাতিল হওয়ার কারণে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২২ সালের বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড নতুন চক্রে আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাবে।’
নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের কারণে আফ্রিকার সাত দেশের ওপর ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে জিম্বাবুয়ে , মূলত এই কারণেই জিম্বাবুয়েতে আয়োজিত বাছাই পর্ব বাতিল করেছে আইসিসি। সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পঞ্চম স্থানে। বাছাইপর্ব থেকে দুটি গ্রুপে পাঁচটি করে মোট দশ দল অংশ নিয়েছিল। তিনটি করে মোট ছয়টি দল নিয়ে হতো সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেরা তিন দল উঠার কথা ছিল মূল পর্বে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার সরাসরি খেলার কথা। এর সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সুযোগ পেয়েছে।
আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা বিশ্বকাপে সুযোগ না পেলেও আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে ২০২২-২০২৫ সাইকেলে দশ দল অংশ নেবে। দলগুলো হচ্ছে- নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।
এসএ//আরজে