||বঙ্গকথন প্রতিবেদক||
গত বছরের তুলনায় এ বছর ব্যাপক আয়োজন নিয়ে শুরু হয়েছিলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। শুক্রবার (১৫ অক্টোবর) বগুড়ায়র বিজয়া দশমীর পূজা অর্চনা ও সিঁদুর খেলা শেষে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের শারদীয় দুর্গাপূজা।

বিকেল থেকেই শহরে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমা নিয়ে ভক্তরা শহরের এসপি ব্রিজ সংলগ্ন করোতা নদীর ঘাটসহ বিভিন্ন ঘাটে পৌঁছান আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে। এরপর আগামী বছর আবারো দুর্গাদেবীর আগমনের প্রতীক্ষায় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সভাপতি দীলিপ কুমার দেব ‘বঙ্গকথন’কে জানান, এবার জেলায় ৬৯৩ টি মণ্ডপে করোনামুক্ত বিশ্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। শৃঙ্খলার মধ্য দিয়ে বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনও শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি বলেও জানান পূজা উদযাপন পরিষের এই নেতা।
জেটি //এমএইচ