||উপজেলা প্রতিবেদক, ধুনট (বগুড়া)||
বগুড়ার ধুনট উপজেলায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর ছেলে বাদী হয়ে থানায় সাত জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন শনিবার।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের ব্যবসায়ী ফরিদ মণ্ডলের সঙ্গে একই গ্রামের জুয়েল রানার পারিবারিক বিষয় নিয়ে বিরোধ রয়েছে। সেই জেরে শনিবার দুপুরে স্থানীয় গোসাইবাড়ি সাতমাথা এলাকায় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জুয়েল রানা ও তার লোকজন সাতমাথা এলাকায় ফরিদ মণ্ডলের দোকান-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় তাদের হামলায় ফরিদের স্ত্রী শাহীনুর বেগম (৪৮), ছেলে শামীম হোসেন (২৬) ও ভাগনে সুমন মিয়া (২১) আহত হয়েছে বলে দাবি ফরিদের পরিবারের।
ঘটনার পর শনিবার রাতে ফরিদের ছেলে শামীম হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে জুয়েল রানাসহ সাত জনকে আসামী করা হয়েছে। বিষয়টি নিয়ে জানতে কয়েকদফা জুয়েল রানার সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায় নি।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন খান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তারা পরিস্থিতি শান্ত করেছেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।