||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
দুর্গাপূজা আসতে এখনো ক’দিন বাকি। তবে এর আগেই ভারতের পশ্চিমবঙ্গে দলীয় আয়োজনে পূজায় কী খাওয়া-দাওয়া থাকবে তা নিয়ে ঝামেলা বাঁধলো কেন্দ্রে ক্ষমতাসীন থাকা বিজেপির মধ্যে। পূজার কয়েকদিন মেন্যুতে আমিষ না নিরামিষ থাকবে তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজ্য বিজেপির নেতাকর্মীরা। আরেক পক্ষের আবার দাবি, থাকলে আমিষ-নিরামিষ দুটোই থাক।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, দলীয়ভাবে পূজা আয়োজনের বিরোধিতা করে মুখ খুলেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি, পূজা আয়োজন করা দলের কাজ নয়। কিন্তু রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের সম্মতি পেয়ে ঠিকই পূজার আয়োজনে ঝাঁপিয়ে পড়েন সমর্থকরা। গত বছরের মতো এবারও বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে হচ্ছে দুর্গাপূজার আয়োজন। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার আয়োজন।
রাজ্য বিজেপি নেতাদের একাংশ পূজায় খিচুড়ি-বেগুনভাজা রাখার পক্ষে। তাদের যুক্তি, বিজেপির আয়োজনগুলোতে এমনিতেই নিরামিষ খাবারের ব্যবস্থা থাকে। তার ওপর নির্বাচনের পর দলের আর্থিক অবস্থা ভালো নয়। এ কারণে বেশি খরচ আপাতত বাদ থাকুক। অন্য পক্ষের দাবি, বাঙালি ভোজে আমিষ না থাকলে চলবে না।মাছ-মাংস থাকতেই হবে পূজার খাওয়া-দাওয়ায়।
বিজেপির ভেতরে তৃতীয় আরেকটি পক্ষের মতামত, আয়োজনে দু’ধরনের খাবারই থাক। যারা পূজার দিনগুলোতে আমিষ খান না, তাদের জন্য নিরামিষের ব্যবস্থা হোক, আর বাকিদের জন্য আমিষ।
এই যখন দশা, তখন শেষমেষ পূজায় কী ধরনের খাবার পরিবেশন করা হবে, তা নিয়ে আপাতত তিন ভাগে বিভক্ত হয়ে রয়েছে রাজ্য বিজেপি।পূজা শুরু হলে বোঝা যাবে কোন পক্ষের মত প্রাধান্য পেলো দলে।