দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেনর শুরু হয়ছে সূচকের উত্থান মধ্য দিয়ে।
৫ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবস আজ। ডিএসইএক্স লেনদেনের শুরুতেই বেড়ে ৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। যা পুঁজিবাজারে সূচকটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থান। বেলা ১১টা নাগাদ সূচকটি ৭১ পয়েন্ট বেড়ে ৭০৫২ পয়েন্টে অবস্থান করছে।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৭৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬০ টির, কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। বেলা ১১টা নাগাদ সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৬৭ পয়েন্ট। এই সময়ে সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন হয়েছে।