। । বঙ্গকথন প্রতিবেদক।।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচক ঊর্দ্ধমুখী।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ লেনদেনের শুরুর প্রথম ঘন্টায় প্রধান সূচক ৭৫ পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে প্রায় নয়শ কোটি টাকা।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। সেই সঙ্গে বাড়ছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে , অপরিবর্তিত রয়েছে ৫০টির । লেনদেন হয়েছে ৯৪০ কোটি ৬৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৪২ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৪৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।