সবাই তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের দিকে। মূল লড়াই বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে।
এবারের নির্বাচনে লড়ছেন রেকর্ডসংখ্যক তারকা প্রার্থী । সেলিব্রেটিদের তারকা ইমেজ কাজে লাগিয়ে ভোটের ফল বগলদাবা করার চেষ্টায় ছিল তৃণমূল কংগ্রেস ও বিজেপি।
তবে ভোট গণনায় পিছিয়ে আছেন বিজেপির টিকেট পাওয়া পশ্চিমবঙ্গের তিন অভিনেত্রী।
নির্বাচনে কিছু আগেই তিনজনই বিজেপিতে যোগ দিয়েছিলেন ।বিজেপি থেকে মনোয়নও পেয়েছিলেন তারা তিনজন।
হাওড়ার শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী, বেহালা পূর্ব থেকে পায়েল সরকার আর বেহালা পশ্চিম থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নির্বাচনে অংশ নিয়েছিলেন।
কিন্তু ২৭৭ আসনের ভোটগণনা শেষ হলেও তিনজনই ভোটে পিছিয়ে।