||জেলা প্রতিবেদক, রাজশাহী||
পিকআপ ভ্যান ভর্তি খালি ক্যারেট। মনে হবে কোথাও কোনো পণ্য নামিয়ে গন্তব্য ফিরছে বুঝি বাহনটি। রাজশাহী মহানগরী থেকে সেই খালি ক্যারেট বোঝাই পিকআপ থেকে পাওয়া গেছে ৪০ কেজি গাঁজা। মঙ্গলবার নগরীর আমচত্ত্বর এলাকা থেকে এই গাঁজাসমেত পিকআপটি জব্দ করেছে র্যাব-৫। আটক করা হয়েছে বাহনটির চালকের সহকারী সবুজকে। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানায়।

র্যাব-৫’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে আমচত্ত্বর এলাকার একটি ভলকানাইজিং দোকানের সামনে দাঁড়িয়ে ছিলো পিকআপটি।গোপনে খবর পেয়ে র্যাব-৫’র মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সেখানে পৌঁছালে কৌশলে পিকআপের চালক সোহাগ ও তার সহকারী সবুজ পালানোর চেষ্টা করে। এসময় সবুজকে আটক করা গেলেও পালিয়ে যায় সোহাগ।পরে পিকআপ তল্লাশি করে খালি ক্যারেটের মাঝে কৌশলে রাখা ৪০ কেজি গাঁজা জব্দ করেন র্যাব সদস্যরা। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।
জেলা//এমএইচ//