||খেলার মাঠ প্রতিবেদন||
করোনার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হয়ে গেছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়েছে আরও আগেই। তবে আইপিএল দেখে কিছুটা ‘শিক্ষা’ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
পিএসএলের বাকি অংশ তাই আর পাকিস্তানের মাটিতে আয়োজন করতে চাইছে না তারা। ইতিমধ্যে আমিরাত ক্রিকেট বোর্ডকে পিসিবির পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে ম্যাচগুলো আয়োজনের।
আগামী ১ জুন থেকে করাচিতে পিএসএলের স্থগিত আসরটি পুনরায় চালু করার পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু ছয় ফ্র্যাঞ্চাইজির অনুরোধ, দেশে করোনা ঝুঁকির কথা মাথায় রেখে যেন করাচিতে ম্যাচ আয়োজন করা না হয়। তারা আরব আমিরাতকেই নিরাপদ মনে করছে।
আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে পিসিবির পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হলেও এখন পর্যন্ত অবশ্য ইতিবাচক জবাব আসেনি। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসু হলে টুর্নামেন্টের সূচিতেও কিছুটা পরিবর্তন আসবে।
গত ২০ ফেব্রুয়ারি পর্দা উঠে পিএসএলের এবারের। ১৪টি ম্যাচ খেলার পর করোনার কারণে মার্চের শুরুতে অনির্দিষ্টকালের জন্য আসরটি স্থগিত হয়ে যায়। এখনও ২০টি ম্যাচ বাকি আছে টুর্নামেন্টের।