পাখির ছানাগুলো ফিরে পেয়েছে আপন ঘর

0 304

।।উপজেলা প্রতিবেদক শেরপুর (বগুড়া)।।

বগুড়ার শেরপুরে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন জীবন’–এর উদ্যোগে সড়কের ওপর পড়ে থাকা পাখির ছানাগুলো আপন ঘরে ফিরতে পেরেছে। ১ থেকে ৬ মে পর্যন্ত উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে দমকা হাওয়ায় পাখির বাসা থেকে ১১টি ছানা সড়কে পড়ে যায়। গ্রামের শিশুরা আম কুড়াতে গিয়ে এসব পাখির ছানা দেখতে পায়। ‘স্বাধীন জীবন’ খবর পাওয়ার পর ছানাগুলো উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়।

সংগঠনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ১ থেকে ৬ মে পর্যন্ত গ্রামের শিশুরা ডাহুক, প্যাঁচা, শালিক ও ঘুঘু পাখির ১১টি ছানা বিভিন্ন গাছের নিচে কুড়িয়ে পায়। পরে ছানাগুলো যত্নসহকারে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। আবদুর রাজ্জাক বলেন, এখন ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সময়। এ কারণে পাখির ছানাগুলো বাসা থেকে মাটিতে পড়ে যায়। সুস্থ হওয়ার পর ছানাগুলো যেসব গাছ থেকে নিচে পড়েছিল, সেসব গাছে পাখির বাসায় তুলে দেওয়া হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার ডাহুক পাখির ছানা বাসায় তুলে দেওয়া হয়েছে। এখনো একটি ঘুঘুর ছানা অসুস্থ অবস্থায় আছে। সংগঠনের সদস্যরা ছানাগুলোকে বাসায় তুলে দেন। সদস্যরা বলেন, ছানাগুলো দেখতে পেয়ে মা পাখি আনন্দে ডাকাডাকি করে। স্বাধীন জীবন সংগঠনের সহসভাপতি ও কলেজশিক্ষক হাসানউল বান্না বলেন, তাঁদের এ সংগঠন ১২ বছর আগে প্রতিষ্ঠিত। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে তাঁরা নিয়মিত কাজ করে থাকেন।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More