||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। ৩০ ডিসেম্বর রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার মধ্যাঞ্চলের একটি কলেজের বাইরে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ এবং একজন উদ্ধারকর্মী এ কথা জানিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, রাজধানী কোয়েটায় বিজ্ঞান কলেজের বাইরে যখন এ বিস্ফোরণে ঘটে তখন কলেজের শীতকালীন ছুটি চলছিলো। তাৎক্ষণিক কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি।
উদ্ধারকর্মী বাকি হুসেন জানান, তারা তিনটি মৃতদেহ এবং প্রায় এক ডজনের বেশি আহতকে হাসপাতালে নিয়ে যান, যেখানে গুরুতর আহতদের মধ্যে একজন মারা যান।
উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদি জঙ্গি গোষ্ঠীগুলি অথবা পাকিস্তানি তালিবান যারা তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত, তারা প্রায় এ ধরণের সহিংসতার ঘটায়।
এসএ//এফএস