কাশিমপুর কারাফটকের সামনে উৎসুক জনতার ঢল, প্রিয় অভিনেত্রী পরী মনিকে একনজর দেখার জন্যই ভক্তদের এমন আনন্দ উল্লাস। ২৭ দিন কারাবন্দী থাকার পর মুক্তি পেলেন হালের আলোচিত নায়িকা পরীমনি।
তাই কাশিমপুর কারাগার ফটকের সামনে অগনিত ভক্তদের আগমন। প্রিয় অভিনেত্রী পরীমনিকে একনজর দেখার জন্যই হুমরী খেয়ে পড়েছিলেন অগনিত পরীভক্ত। সদ্য মুক্তি পাওয়া পরী অধীর আগ্রহে অপেক্ষায় থাকা দর্শকদের হতাশ করলেন না।
চলে যাওয়ার আগে কারাফটকে পরীমণি হাসিমুখে দিলেন ভালোবাসার সম্মান। গাড়ির সানরুফ খুলে মাথা তুলে দৃশ্যমান হলেন ভক্তদের সামনে। ভক্তদের বাড়িয়ে দেওয়া হাতে হাত স্পর্শ করলেন, হাত নেড়ে জানালেন মুক্তির আনন্দ । যতটা সম্ভব সবার সঙ্গে করমর্দন করলেন সদ্য মুক্তি পাওয়া এই পরী। সেই সাথে তুললেন সেলফিও।
৩১ আগস্ট দুপুরে পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। অসুস্থতা বিবেচনায় ২০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিনের আদেশ দেওয়া হয়। কাগজপত্র দেরীতে পৌঁছায় আজ সকাল ৯টা ৩৭ মিনিটে মুক্তি মেলে পরীর।
এসময় কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু।
গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় আনুমানিক চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে মেলে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ।
এরপর র্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে। মামলার ঠিক ২৭ দিনপর আজ মুক্তি মেলে পরীর।