পরিমাপে কম দেয়ায় শতাব্দী ফিলিং স্টেশনে বিশ হাজার টাকা অর্থদণ্ড

0 270

||বঙ্গকথন প্রতিবেদন||

বগুড়া শহরের মেসার্স শতাব্দী ফিলিং স্টেশন থেকে জ্বালানী গ্রাহকদের ওজন ও পরিমাপে কম দেয়ার অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই জেলা অফিসএবং জেলা প্রশাসন যৌথ অভিযানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালান করে। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিসের পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) জুলফিকার আলী।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে ওজন ও পরিমাপে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রির অভিযোগ রয়েছে। রোববার সেখানে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদাল ওই স্টেশনের মালিককে বিশ হাজার টাকার অর্থদণ্ডাদেশ দেন। বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ময়দা ও গমের ভূষি’ বিক্রি-বিতরণ করায় গোদারপাড়া এলাকার মেসার্স ময়না ফ্লাওয়ার মিলস এবং অবৈধভাবে বিস্কুট, পাউরুটি ও কেক প্রস্তুত ও বিক্রি করায় চকসূত্রাপুর এলাকার মেসার্স ময়ূরী বেকারীর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয় রোববারের অভিযান থেকে।

এমএইচ//

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More