|| বঙ্গকথন প্রতিবেদন ||
নৌযানে রাডার স্থাপন বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সুপারিশ প্রদান করেছে। এজন্য নৌযানে রাডার স্থাপনসহ নেভিগেটরদের প্রশিক্ষণ, মোবাইল কোর্ট চলমান রাখতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে পরামর্শ দিয়েছে কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনায় সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সুপারিশ করা হয়।
আনুষঙ্গিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া-মাওয়া-আরিচা ঘাটে লাইট হাউজ স্থাপন এবং নদী দূষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ অংশ নেন।
এবি//এফএস