|| বঙ্গকথন প্রতিবেদন ||
নোয়াখালী সদরে ট্রাকচাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অজয় মজুমদার (২২) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি জেলার সুবর্ণচর উপজেলায়। মঙ্গলবার দুপুর একটার দিকে সোনাপুর জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
সোনাপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক কাজী সুলতান আহছান বলেন, দুপুর ১টার দিকে অজয় একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের দিক থেকে সোনাপুর জিরো পয়েন্টে আসেন। এ সময় অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।
জেটি //এফএস