ভারতের উত্তরপ্রদেশে নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সাত শতাধিক শিক্ষক।
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে চার দফার এ নির্বাচন শুরু হয় শেষ হয় গত বৃহস্পতিবার।
করোনাভাইরাস সংক্রমণে যখন দেশটিতে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে, এ অবস্থায় নির্বাচন এবং কুম্ভূ মেলার মতো গণজামায়েতের অনুমোতি আত্মাঘাতী সিদ্ধান্ত ছিল বলে দেশে-বিদেশে কঠোর সমালোচিত হচ্ছে দেশটির সরকার।
ভারতের বড় রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশ অন্যতম এবং করোনায় বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যেও এটি অন্যতম।
আগামী রোববার থেকে শুরু হবে ভোট গণনা।এ অবস্থায় রাজ্যটির মাধ্যমিক স্কুল শিক্ষকদের সংগঠন ভোট গণনা পিছিয়ে দেয়ার দাবি জানায়।
শিক্ষক সংগঠনের মুখপাত্র ড. আর পি মিশরা গণমাধ্যমকে বলেছেন, এরই মধ্যে আমরা আমাদের সাত শতাধিক সহকর্মীদের হারিয়েছি নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে।এখন ভোট গণনা করতে গেলে একই অবস্থা হবে।
কমপক্ষে ১৫ হাজার শিক্ষক মধ্যপ্রদেশ রাজ্যে নির্বাচনী দায়িত্ব পালন করছেন। যাদের মধ্যে বেশির ভাগই অজ পাড়াগাঁয়ে দায়িত্ব পালন করেছেন, যেখানে ন্যুনতম স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই।