||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||

দেশের মাটিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ’র ভাস্কর্য গুড়িয়ে দিয়েছে দেশটির বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। সোমবার সকালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বন্দর নগর গাওদারে বিস্ফোরক দিয়ে গুড়িয়ে দেয়া হয়, মাত্র ৩ মাস আগে মেরিন ড্রাইভ এলাকায় স্থাপন করা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল জিন্নাহ’র ভাস্কর্যটি।
স্থানীয় ইংরেজি দৈনিক ডন গাওদারের ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত মেজর আবদুল কবির খানের বরাতে জানাচ্ছে, ভাস্কর্যের বিভিন্ন অংশে আগেই বিস্ফোরক স্থাপন করেছিলো দুষ্কৃতিকারীরা। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে সেগুলো বিস্ফোরিত হয়েছে। বেলুচিস্তানের স্বাধীনতার জন্য ২১ বছর ধরে আন্দোলন চালিয়ে যাওয়া দল বালুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করলেও, নির্দিষ্টভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা যায় নি। সিসিটিভির ফুটেজে কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে জিন্নাহ’র ভাস্কর্যের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে কারো চেহারা বোঝা যায় নি।
এমএইচ//