||উপজেলা প্রতিবেদক, সারিয়াকান্দি (বগুড়া)||
বগুড়া সারিয়াকান্দি উপজেলায় নিজ উদ্যোগে নিজের বাল্যবিয়ে বন্ধ করেছে সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রী। ২০২২ সালে ওই মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দেয়ার কথা তার।
ভুক্তভোগী ছাত্রী জানান, কয়েকদিন ধরেই তার মা-বাবা তার অমতে বিয়ে দেয়ার উদ্যোগ নেন।বিয়েতে অসম্মতির কথা পরিবারকে জানালেও কোন প্রতিকার না পেয়ে সে তার মাদরাসার একজন শিক্ষককে মোবাইলফোনে বিষয়টি জানায়। সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবদুল মান্নান জানান, বিষয়টি জানার পর ওই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা চান তারা।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া জানান, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ওই ছাত্রীর বাল্যবিয়ের খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি তাদের বাড়িতে যান। সেখানে ভ্রাম্যমাণ আদালত পর পরিচালনা করে বন্ধ করা হয় এই বাল্যবিয়ের আয়োজন। এসময় ১৮ বছর বয়স পূর্ণ হবার আগে মেয়েকে বিয়ে না দেয়ার অঙ্গীকারনামাও দেন তারা বাবা-মা। ইউএনও বলেন, ‘নিজের উদ্যোগেই ওই ছাত্রী তার বাল্যবিয়ে ঠেকাতে সক্ষম হয়েছে। তাকে আমার ফোন নাম্বারও দিয়ে এসেছি। এরপরে সে এরকম পরিস্থিতির মুখোমুখি হলে বিষয়টি সরাসরি আমাকে জানাতে বলেছি তাকে।‘
উপজেলা//জেডটি//এমএইচ