।। বঙ্গকথন প্রতিবেদন।।
বাংলাদেশ ১ম টি২০ ম্যাচ এ নিউজিল্যান্ড এর বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় তুলে নিল। দলের পক্ষে সাকিব আল হাসান ২৫, মুশফিকুর রহিম অপরাজিত ১৬ এবং মাহমুদুল্লা আপরাজিত ১৪ রান করেন। মাত্র ৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

তবে কোন অঘটন ঘটতে না দিয়ে দৃঢ়তার সাথে ব্যাটিং করে জয়ের বন্দরে পৌছে দেন সাকিব ও মুশফিক জুটি।
এর আগে টসেজিতে নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, কিন্তু বাংলাদেশের বোলিং তোপে ১৬.৫ ওভারে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় নিউজিলান্ডের ইনিংস। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর ৩ টি এবং সাকিব,নাসুম আহম্মেদ ও সাইফুদ্দিন প্রত্যেকে ২ টি করে উইকেট লাভ করে। ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।