|| বঙ্গকথন প্রতিবেদন ||
সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলকে পৃথকভাবে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, এ জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী টিম বাংলাদেশকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীরা আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবেন বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী এক অভিনন্দন বার্তায় ক্রীড়াপ্রেমি ভারতকে পরাজিত করায় সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।
জেটি//এমএইচ