।। জেলা প্রতিবেদক নাটোর।।
নাটোর জেলায় করোনা সংক্রমণ হার ৬৭ শতাংশে পৌছানোয় নাটোর ও সিংড়া পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৯ জুন থেকে শুরু হওয়া সাত দিনের লকডাউন চলবে ১৫ জুন পর্যন্ত। লকডাউন চলাকালে দুই পৌরসভার অসহায় ও দুঃস্থ মানুষদের খাদ্য সহায়তার জন্য ১৫ লাখ টাকা মঞ্জুর করেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। করোনা রোগীদের সংখ্যা বৃদ্ধিজনিত সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় একডালা ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র ও আমজাদ খান চৌধুরী মেমেরিয়াল হাসপাতাল প্রস্তত রাখা হচ্ছে। এই সময়ের মধ্যে অনান্য উপজেলা ও পৌর এলাকাগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার ৮ জুন রাত ১টায় নাটোর জেলার করোনা পরিস্থিতি নিয়ে এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘জনবল সংকটসহ নাটোরবাসীর করোনা চিকিৎসা ও সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যা যা করণীয় সবই করা হবে৷ ইতোমধ্যে স্বাস্থ্য সচিবের সাথে কথা হয়েছে বিভিন্ন ইক্যুপমেন্ট সাপোর্ট নিশ্চিতের ব্যাপারে। ত্রাণ মন্ত্রণালয় থেকে দুঃস্থদের জন্য আর্থিক বরাদ্দেরও ব্যবস্থা করা হয়েছে। যেখানে অক্সিজেন বা সিলিন্ডার যা লাগে, জানাবেন ব্যবস্থা করা হবে অল্প সময়ের মধ্যে। লকডাউন যেন লকডাউনের মতো হয়, সে ব্যাপারে কঠোর হবার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। যারা এই লকডাউনে খাদ্য সংকটে থাকবে, তারা ৩৩৩ নম্বরে কল করলে খাবার পৌছে যাবে।’ জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে মাইকিং ও ব্যাপক প্রচারের মাধ্যমে লকডাউনের আওতা ও জনগনের প্রতি নির্দেশনা জানানো হবে। আমরা এবার প্রকৃতার্থেই কঠোর অবস্থানে। সকলকে সহযোগিতা আহ্বান জানাচ্ছি।’
এসএফ