।। জেলা প্রতিবেদক নাটোর।।
নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকায় ভটভটি উল্টে কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার ২৩ মে সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের কলেজছাত্র মিজানুর রহমান (২২) ও সদর উপজেলার তেলকুপি শেখপাড়া গ্রামের বাচ্চু শেখ (৬৫)।
স্থানীয়রা জানান, মিজানুর নলডাঙ্গার মাধনগর এলাকার নিজের পুকুর থেকে মাছ ধরে ভটভটিতে করে বিক্রির জন্য জেলা সদরের বাজারে আসছিলেন। এ সময় তেলকুপি শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। ভটভটির নিচে চাপা পড়ে মিজানুর ও বাচ্চুসহ ৩ জন গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে মিজানুর ও বাচ্চুর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মতিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশগুলোর ময়নাতদন্ত শেষ হলেই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএফ