।।জেলা প্রতিবেদক নাটোর।।
নাটোরে নিখোঁজ শিশু মহিবুল্লাহর (৬) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৬ মে রাত ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার ভিটাপাড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহিবুল্লাহ জেলার সিংড়া উপজেলার মহিষমারি গুটিয়া গ্রামের পল্লী চিকিৎসক মোহাম্মদ ইসহাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মাস আগে বাবার বাড়ি গুরুদাসপুরে বেড়াতে আসেন মহিবুল্লার মা শাপলা খাতুন। মায়ের সঙ্গে দেখা করতে ১৫ দিন আগে নানার বাড়িতে আসে মহিবুল্লাহ। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে শিশু মহিবুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যায়। ইফতারের সময় ফিরে না এলে তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে রাত ১০টার দিকে নানার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি মাঠ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নাটোরের সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার বলেন, পুলিশ ঘটনার রহস্য উদ্ধারের চেষ্টা করছে। হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এসএফ