||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
নাইজেরিয়ার সোকোটো রাজ্যের স্থানীয় একটি বাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, কিছু বন্দুকধারী একটি মার্কেটে এবং বেশ কয়েকটি গাড়িতে এ হামলা চালায়। সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, সশস্ত্র অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে, তাদের বড় একটি দল অন্তত ২০ জনকে হত্যা করেছে। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে। অন্যদিকে, সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা এ হামলার জন্য বিরাজমান নিরাপত্তাহীনতাকে দায়ী করে বক্ত্য দিয়েছেন গণমাধ্যমে।
জেডটি//এমএইচ