|| বিদেশ বিভূঁই প্রতিবেদন ||
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যর মাজা-কুকা গ্রামের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে শহরের রাজধানী থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত মাজাকুকা গ্রামের মসজিদে অস্ত্রধারীরা এই হামলা চালায়।
বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, হামলাকারীরা মোটরবাইকে এসে মসজিদের ভেতরে ঢোকে এবং নামাজীদের উদ্দেশে এলোপাথাড়ি গুলি চালায়। হাসান নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় ১০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। অবশ্য স্থানীয় পুলিশ কমিশনারের দাবি, গ্রামের দুইপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
এসএ//এমএইচ