।।রাজকথন প্রতিবেদন।।
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নন-কোভিড ইউনিটে চিকিৎসাধীন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার ২৮ এপ্রিল রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘উনার কোনো করোনা উপসর্গ নেই। উনি কিন্তু এখন নন-করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। আন্তর্জাতিক নিয়মেই একজন রোগীর দুই সপ্তাহের বেশি সময় ধরে কোনো লক্ষণ না থাকে তাহলে তাকে আর করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই। তখন ধরে নিতে হবে উনার কাছ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই।’ খালেদা জিয়া কবে বাসায় ফিরবেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাসায় ফেরার বিষয়টা প্রেডিক্ট করাটা খুব টাফ। উনার পরীক্ষাগুলো সম্পন্ন হলে বোর্ড রিভিউ করবেন। তারপরে আমরা আশা করতে পারি, খুব দ্রুত উনার বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে।’
এসএফ