||উপজেলা প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া)||
উপজেলা সদরে উপ-বৃত্তির টাকা তুলতে যাবার পর থেকে নিখোঁজ রয়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী পঞ্চমী সরকার। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যাবার পর বিকেল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও এখনো তার সন্ধান পান নি।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া জানান, উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের হরিপদ সরকারের স্কুলপড়ুয়া কন্যা পঞ্চমী সরকার শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নন্দীগ্রাম উপজেলা সদরে আসে। উপ-বৃত্তির টাকা তুলে বিকেলের মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও পঞ্চমী না ফেরায় বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন স্বজনরা। মেয়ের কোনো সন্ধান না মেলায় শনিবার রাতে নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন পঞ্চমীর বাবা হরিপদ সরকার। বিষয়টি তদন্ত করে স্কুলছাত্রীটির অবস্থান জানার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
উপজেলা//এমএইচ