||উপজেলা প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া)||
বগুড়ার নন্দীগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্য হয়েছে। শনিবার দুপুরে পুকুরে পাড়ে বসে খেলার এক ফাঁকে পানি ডুবে যায় ওই দুই শিশু। বিকেলে তাদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বারী বারিক জানান, কইডালা গ্রামের বুলু মিয়ার ছেলে আব্দুল্লাহ্ আল নোমান (৬) এবং আবদুল আজিজের ছেলে জাহিদ হাসান (৭) পুকুর পাড়ে খেলতে যায়। দুপুরের পর থেকে তাদের কোনো সন্ধান মিলছিলো না। আশপাশে অনেক খুঁজেও তার কোনো খোঁজ মেলে নি। বিকেলের দিকে স্থানীয়রা ওই পুকুরে নেমে তাদের খোঁজ শুরু করলে মেলে দুই শিশুর মরদেহ।
এমএইচ//