||উপজেলা প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া)||
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অপহরণের পরদিন সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। গ্রেফতার করা হয়েছে স্থানীয় বখাটে শাহাদত হোসেনকে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বঙ্গকথনকে জানান, বুধবার ওই স্কুল ছাত্রী তার মামা বাড়ি থেকে ফেরার পথে তার পথরোধ করে বখাটে শাহাদাত ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনা জানাজানির পর ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ মেয়েটির সন্ধানে নামে। শেষপর্যন্ত বৃহস্পতিবার রাতে উপজেলার দেওতা এলাকার একটি বাড়ি থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পুলিশ, গ্রেফতার করা হয় প্রতিবেশী বখাটে শাহাদাত হোসেনকে। শাহাদাতের সহযোগীদতের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা।
উপ-নন্দী//এমএইচ