নতুন কমিটিতে যেভাবে চলবে হেফাজত

0 199

।। রাজকথন প্রতিবেদন।।

ঘোষণা করা হলো হেফাজতে ইসলামের ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি। এতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমীর ও আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করা হয়েছে। এ ছাড়া প্রয়াত আমীর শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকেও নতুন কমিটিতে সহকারী মহাসচিব করা হয়েছে। তবে বাদ পড়েছেন বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ অনেকে।

সোমবার রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির ঘোষণা করেন বর্তমান মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। এ সময় ৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় একটি খাস কমিটিও ঘোষণা করা হয়। এই খাস কমিটি “মজলিসে শূরা” হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া হেফাজতের মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচিত হবে। যারা সংগঠনের যেকোনো বিষয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। হেফাজতের ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে নায়েবে আমীর হিসেবে রাখা হয়েছে ৯ জনকে।

এসএফ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More