আজ ২২ জুন বাংলাদেশ সময় সকাল ৬ টায় শুরু হয় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ ।এর পূর্বে কোপা আমেরিকায় দুই দল ২২ বার মুখোমুখি হলেও এক বার ও হারের মুখ দেখতে হয়নি আর্জেন্টিনাকে। আজ ২৩ তম ম্যাচেও অপরাজিত থাকল আর্জেন্টিনা ।
প্যারাগুয়েকে ০-১ গোলে হারিয়েছে আর্জেনটিনা। এর ফলে আর্জেন্টিনার পয়েন্ট দাড়িয়েছে তিন ম্যাচে ৭ এবং এক ম্যাচ কম খেলে প্যারাগুয়ের তিন।ম্যাচটিতে ৬ জন খেলোয়ার পরিবর্তন আনেন আর্জেন্টাইন কোচ। “বি” গ্রুপের প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে দলটি।
ম্যাচের একমাত্র গোলটি করেন আলেয়ান্দ্রো গোমেজ।পুরো ম্যাচে দুটি গোল হলেও অফসাইটের কারণে একটি গোল রেফারি বাতিল করেন। এই ম্যাচে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি গোল না করতে পারলেও দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তাঁর।
এর আগে এ রেকর্ডটি ছিলো হেভিয়ার মাসচেরোনার দখলে। আর্জেন্টিনা দলে ২০০৫ সালে প্রথম অভিষেক হয় লিওনেল মেসির ।