|| উপজেলা প্রতিবেদক,ধামইরহাট (নওগাঁ) ||
নওগাঁর ধামইরহাট উপজেলায় বিরল প্রজাতির বিষধর রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আত্রাই নদীর শিমুলতলী নদীর ব্রিজের নিচে বালুর চর থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

উপজেলার চৌঘাট এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. মাহবুব আলমসহ কয়েক বন্ধু মিলে সন্ধ্যায় বালুর চরে ঘুরতে যান। এক পর্যায়ে তাদের চোখে পড়ে সাপটি। পরে কৌশলে সাপটিকে বস্তায় ভরে নিয়ে আসেন মাহবুব আলম। খবর পেয়ে স্থানীয়রা সাপটিকে এক নজর দেখার জন্য ভিড় করেন।
এ ঘটনায় বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রাসেল ভাইপার সাপটি বিরল প্রজাতির হলেও খুব বিষধর। নিরাপত্তার জন্য ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সাপটিকে নদীর পাশে জঙ্গলে ছেড়ে দেয়া হবে।
জেটি//আরজে