।। জেলা প্রতিবেদক নওগাঁ ।।
নওগাঁ শহরের মুক্তির মোড় ইডেন চাইনিজ রেস্টুরেন্টের নৈশ প্রহরী আতাউর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে হোটেলের ভিতর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের শরীরে ধারালো ছুরি দিয়ে খোঁচানোর চিহ্ন পাওয়া যায়। হত্যার পর মৃতদেহটি কাঁথা- বালিস দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই ওই রেস্টুরেন্টের রাধুনী বাদল পলাতক রয়েছে। নিহত আতাউর জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চকমহিতুল গ্রামের আহম্মদ মন্ডলের ছেলে।
পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাশাপাশি যৌথ তদন্ত শুরু করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই। যদিও ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
এসএফ