ধুনট মেয়র-কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে প্রশাসনের সভা

0 513

||উপজেলা প্রতিবেদক, ধুনট (বগুড়া)||


বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল, বাংলাদেশের কমিনিস্ট পার্টির মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা সাহা সন্তোষ, কাউন্সিলর প্রার্থী আলী আজগর মান্নান, বাবুল আখতার, মোহাম্মদ আলী, আল আমিন তরফদার, শামছ উদ্দিন মল্লিক দুলাল, রাজিবুজ্জামান, ইজুল খাঁন ও শিল্পী আকতার কদভানু।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, ৩০ জানুয়ারি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ধুনট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সব প্রার্থীকে নির্বাচনী আচারণ বিধি মেনে চলতে হবে। নির্বাচন চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতাও প্রত্যাশা করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More