||উপজেলা প্রতিবেদক, ধুনট (বগুড়া)||
বগুড়ার ধুনট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে গোপালনগর ইউনিয়নে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন হয়েছে। পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনগুলোর উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।
২০১৯-২০ অর্থবছরে ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শেহুলিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিলো। বৃহস্পতিবার দুপুরে এসব ভবন উদ্বোধন শেষে দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে এই সুধী সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম তছু, সাধারণ সম্পাদক শাহ আলম এবং দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনিছুর রহমান ফেরদৌস।
উপজেলা//এমএইচ