।।রাজকথন প্রতিবেদন।।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। অক্সিজেন ছাড়াই তিনি শ্বাস নিতে পারছেন। বেড়েছে হিমোগ্লোবিনের পরিমাণও। ডায়াবেটিসও অনেকটা নিয়ন্ত্রণে। তবে কিডনিতে কিছুটা সমস্যা রয়েছে।এভাবে শারীরিক অবস্থা উন্নতি হতে থাকলে কয়েকদিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। শারীরিকভাবে অসুস্থতার কারণে হাসপাতালের সিসিইউতে বিবর্ণ ঈদ করেছেন খালেদা জিয়া। ঈদের দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া পরিবারের কয়েক সদস্য তার সঙ্গে দেখা করেন।
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, চেয়ারপারসন এখন পর্যন্ত সিসিইউতেই আছেন। ঈদের দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আলহামদুলিল্লাহ ম্যাডাম অতি ধীরে ধীরে হলেও ইম্প্রুভ করছেন। বেশ ইম্প্রুভ করেছেন ইতোমধ্যে। তবুও তার চিকিৎসকরা বলেছেন, ‘স্টিল হার কনডিশন ইজ ক্রিটিক্যাল’, এখনো ক্রিটিক্যাল রয়েছে। তবে অনেকগুলো বিষয়ে তার উন্নতি হয়েছে এবং তারা (চিকিৎসক) খুব আশাবাদী, অতি শিগগির তিনি সুস্থ হয়ে উঠবেন।”
এসএফ