||জেলা প্রতিবেদক, রাজশাহী||
বাবা-মা নেই; পাঁচ ভাই-বোন সবাই বিয়ে করে বেঁধেছেন সংসার। শুধু রয়ে গেছেন সবার ছোট শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তরুণী। ভাইয়ের বাসায় থাকতেন তিনি। ধর্ষণের শিকার হয়ে ওই তরুণী দু’মাস ধরে অন্তঃসত্ত্বা বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনাটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার।
অভিযোগ নিয়ে তরুণীর ভাই গত সোমবার গোদাগাড়ী মডেল থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করে নি বলে অভিযোগ নির্যাতিতার ভাইয়ের। তিনি জানান, ঘটনার সমস্ত তথ্য প্রমাণ পাওয়ার পরও অভিযুক্ত রবিউল ইসলামকে থানায় ডেকে ছেড়ে দেয় পুলিশ। পাশবিকতার শিকার ওই প্রতিবন্ধী তরুণী এবং অভিযুক্ত রবিউল একই গ্রামের বাসিন্দা।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি অবশ্য জানিয়েছেন, ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেয়ার পর তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক সত্যতা মিললেই মামলা গ্রহণ করা হবে।
এফএস//এমএইচ