||বঙ্গকথন প্রতিবেদন||
দ্রব্যসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের নবাববাড়ী সড়ক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা বিএনপি।
মানববন্ধন চলাকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা এবং ফজলুল বারী তালুকদার বেলালসহ বিএনপি নেতারা। তারা বলেন, বিনাভোটে নির্বাচিত এই সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। যে কারণে প্রতিদিন বাড়তে বাড়তে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে। তারা অবলিম্বে দ্রব্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে আনার দাবিও জানান সমাবেশ থেকে।