||সংস্কৃতির মঞ্চ প্রতিবেদক||
তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপূরাণ! দূর্গাপূজা উপলক্ষে ছবিটি মুক্তি পায় এক সপ্তাহ আগে। পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপাড়ে বসবাসরত মানুষের জীবননির্ভর গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্র অনেক বছর পর’ হলমুখী করেছে দর্শককে। আর তাই মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ঢাকার ‘স্টার সিনেপ্লেক্স’ ও ‘যমুনা ব্লকবাস্টা’র এবং চট্টগ্রামের ‘সুগন্ধা’ এবং ঢাকার ‘সৈনিক ক্লাবে’র পর্দাতেও মুক্তি পেয়েছে ‘পদ্মাপূরাণ’।

‘পদ্মাপুরাণে’র পরিচালক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাশিদ পলাশ বঙ্গকথনকে বলেন, ‘‘মানুষ উৎসবের আমেজে ছবিটি দেখতে আসছে দলেবলে, এটা আমাদের জন্য আনন্দের। আমরা চেয়েছি মানুষকে ছবিটি দেখাতে। দর্শক ছবিটি দেখছেন, তাই দ্বিতীয় সপ্তাহে না কমে বরং হল সংখ্যা বাড়লো। প্রথম সপ্তাহে ভালো সাড়া পেয়েছি। আশা করছি দ্বিতীয় সপ্তাহেও ছবিটি মানুষ দেখবে।’
পুণ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘পদ্মাপূরাণ’ সিনেমায় অভিনয় করেছেন প্রসূন আজাদ, সাদিয়া মাহি, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন। চলতি মাসের শুরুর দিকে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘‘পদ্মাপূরাণ’’। এর আগে মার্চে সিনেমাটির ‘‘নোনা’’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশের পরপরই বেশ সাড়া ফেলে।
এসএ//এমএইচ