।। বঙ্গকথন প্রতিবেদন ।।
মহাখালি বিসিপিএস-এ ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইনারদের টিকা প্রদানের মাধ্যমে রোববার থেকে শুরু হবে করোনা বুস্টার ডোজ প্রদান কার্যক্রম । শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় এক অনুষ্ঠানে এক কথা জানান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ।
বুস্টার ডোজ শুরুর ক্ষেত্রে বিশ্ব স্বস্থ্য সংস্থ্যা আপাতত ফাইজার টিকার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, দেশে সাত কোটি ফাইজারের টিকা মজুদ আছে, আগামী মাসে আরো দুই কোটি টিকা আনা হচ্ছে ।
শুরুর দিকে যারা টিকা নিয়েছেন তাদেরই প্রাধান্য দেয়া হবে বুস্টার ডোজ প্রদানের ক্ষেত্রে । পর্যায়ক্রমে সারাদেশে চালু হবে এই কার্যক্রম , অন্যান্য প্রতিষ্ঠানের টিকা প্রদানের বিষয়ে অপেক্ষা করতে হবে ডব্লিউএইচও-র অনুমোদনের জন্য বলেও জানান জাহিদ মালেক ।
আরজে