করোনার কারনে অনেকটায় দিশেহারা ব্যবসায়ীরা। এই ক্ষতি পুষিয়ে নিতে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে কেনাকাটায় দেওয়া হয়েছে ছাড়।
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ তার নিয়মিত ক্রেতা ও শুভানুধ্যায়ীদের সাধ এবং সাধ্যের সমন্বয় করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। যেখানে বিশ্বরঙের শোরুম এবং অনলাইন থেকে কেনাকাটায় যেকোনো পোশাকে থাকছে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্যও মানিগ্রাম এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে মূল্য পরিষেবায় থাকছে ৩০ শতাংশ মূল্যছাড়। প্রবাসে বসেই দেশের প্রিয়জনকে দুর্গাপূজার উপহার পাঠানোর সুযোগ পাবেন তাঁরা। ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ মূল্যছাড়। তবে বিশ্বরঙ ফ্র্যাঞ্চাইজ শোরুমগুলোতে থাকছে না এই অফার।
বরাবরের মতো মনমাতানো সব বাহারি ডিজাইনের কালেকশনই থাকছে বিশ্বরঙে। পোশাকের প্যাটার্নে এসেছে ভিন্নতা। এবার দুর্গোৎসব উপলক্ষে শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে দুর্গা মোটিফ, মন্ত্র, আলপনাসহ বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ।