||উপজেলা প্রতিবেদক, দুপচাঁচিয়া (বগুড়া)||
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সাড়ে সাত কেজি গাঁজাসমেত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। দুপচাঁচিয়া থানার পুলিশ সদস্যরা বৃহস্পতিবার উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে সবুজুল ইসলাম মোর্শেদ নামের ওই মাদক কারবারিকে আটক করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী বঙ্গকথনকে জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা কুমিল্লা থেকে নওগাঁগামী যাত্রীবাহী অভিযান চালান। এসময় ওই বাসের যাত্রীবেশে থাকা মাদক কারবারি মোর্শেদের কাছ থেকে জব্দ করা হয় সাড়ে সাত কেজি গাঁজা। এই মাদক কারবারি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা। মাদক আইনে মামলা দায়েরের মোর্শেদকে আদালতের মাধ্যামে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এমএইচ//উপজেলা