||বঙ্গকথন প্রতিবেদন||
বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফের দুই শিশু কন্যাকে আগামী দুইদিন তাদের জাপানি মা নাকানো এরিকোর গুলশানে বাসায় থাকার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সাথে এ বিষয়ে ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
গেলো ২১ নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ৫ ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দুই সন্তানকে ফিরে পেতে আবেদন করেন জাপানি মা নাগানো এরিকো।
দুই শিশু কন্যাকে নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের করা আপিল শুনানি নিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন।
এসএ//এফএস