।।জেলা প্রতিবেদন রাজশাহী।।
দুই বছর পর পাখির বাসার ভাড়া পেলেন রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা এলাকার পাঁচ আমবাগান মালিক। মঙ্গলবার ২৫ মে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাগানমালিকদের হাতে বাসাভাড়া বাবদ মোট ৩ লাখ ১৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। ২০১৯ সালের জন্য পাখির বাসার ভাড়া হিসেবে আমবাগান মালিক শফিকুল ইসলাম ৪০ হাজার টাকা, মঞ্জুর রহমান দুই লাখ টাকা, সাহাদত হোসেন ৯ হাজার টাকা, সানার উদ্দিন ৪০ হাজার টাকা ও শিরিন আখতার ২৪ হাজার টাকার চেক পেয়েছেন। বাগানমালিক শিরিন আখতারের হয়ে চেক নিয়েছেন তার ভাই ফারুক আনোয়ার। অন্য চার বাগান মালিক নিজ নিজ চেক বুঝে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, বাঘা উপজেলা বন কর্মকর্তা জহুরুল হক, চারঘাট ফরেস্ট রেঞ্জার এ বি এম আবদুল্লাহ প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়েব উদ্দিন জানান, গণমাধ্যমের কল্যাণে দেশে পাখির বাসার জন্য বাগান ভাড়া দেওয়ার একটা ব্যবস্থা হলো। এটি একটি বিরল ঘটনা।
এসএফ