মেরিল- প্রথম আলো উপস্থাপনার মধ্যে দিয়ে উপস্থাপক হিসাবে দর্শকদের নজরে আসেন ফেরদৌস ও পূর্ণিমা। বাংলাদেশ টেলিভিশনের ঈদের জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনাও দুজনকে একসাথে দেখা যায়। দুই বছর বিরতির পরে আবার ‘আনন্দমেলা’ উপস্থাপনা করতে যাচ্ছেন তাঁরা।
রামপুরার স্টুডিও তে আজ শুটিং করার কথা আছে এই জুটির। গতকাল সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন ফেরদৌস। ফেরদৌস জানান, ‘আনন্দমেলা’ ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপক হিসাবে আসার আগে এই অনুষ্ঠানে একটি গানের সঙ্গে জুটি বেঁধে নেচেছিলেন তারা দুজন। ঈদের বিশেষ এই ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনা করতে পারাটা ভীষণ আনন্দের ও সম্মানের বলে জানান ফেরদৌস। ফেরদৌস আরে বলেন, দর্শকের কাছে আবার আমার আর পূর্ণিমার রসায়নও খুব পছন্দের। তাই ভাবলাম, অনুষ্ঠান করতে গিয়ে আমাদেরও চমৎকার সময় কাটবে।’
‘আনন্দমেলা’ অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে পূর্ণিমা এর আগে বলেছিলেন, ‘ছোটবেলায় বিটিভিতে “এসো গান শিখি”, “আলোর দিশারি” অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। এখন বড় হয়ে উপস্থাপক হিসেবে আবার বাংলাদেশ টেলিভিশনে এসেছি। তা–ও আবার “আনন্দমেলা”র মতো অনুষ্ঠানে। সত্যি, ভীষণ ভালো লাগার অনুভূতি।’
জানা গেছে, এবারের ঈদ ‘আনন্দমেলা’য় অনেক ধরনের পরিবেশনা থাকবে। এর মধ্যে গানে মমতাজ এবং নৃত্য পরিবেশনায় দেখা যাবে তারিন, অপু বিশ্বাস, মাহিয়া মাহি প্রমুখকে।