||উপজেলা প্রতিবেদক, শেরপুর (বগুড়া)||
বগুড়ার শেরপুরে সার ও পাথরবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। রোববার সকালে উপজেলার রাজাপুর এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৮-০৫৬৭) রাজাপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকটির (চট্র মেট্রো ট-১১-৫১৮৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ভেতরে আটকা পড়েন দুই বাহনের চালক ও তাদের সহকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটির সামনে অংশ কেটে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাথরবোঝাই ট্রাক চালক নারায়ণগঞ্জের বাসিন্দা রুবেল ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজন চিকিৎসা নিচ্ছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
উপ-শে//এসএ