দিল্লির পর জার্মান জয়ের পথে বাংলাদেশের “কাসিদা অব ঢাকা”

0 210

গত বছর ইউটিউব সহ বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে  মুক্তি দেয়া হয় ২০মিনিট দৈর্ঘের কাসিদা অব ঢাকা। তারপর থেকেই ঢাকার লোকজো সংগীতের নির্ভর এই চলচ্চিত্রটি নিয়ে নেট দুনিয়ায় বেশ আলোড়োন সৃষ্টি হয়।

গতবছর কাসিদা অব ঢাকা দিল্লির ইন্দুসভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পায়।

এবার ডাক পেলো জার্মানি থেকে। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকশ্যাফটের চলচ্চিত্র উৎসব ‘গ্লিম্পস অব সাউথ এশিয়া’তে আগামী ২৫ জুন প্রদর্শিত হবে বাংলাদেশি প্রামাণ্য চলচ্চিত্র ‘কাসিদা অব ঢাকা’। চলচ্চিত্রটির পরিচালক অনার্য মুর্শিদ। উৎসবের আয়োজক ফ্যাকশ্যাফট পরিচালককে ই-মেইলে সংবাদটি নিশ্চিত করেন।

চলচ্চিত্রটির ধারাবর্ণনা করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রগ্রহণ করেছেন রাসেল আবেদীন তাজ, সম্পাদনা করেছেন অনয় সোহাগ।

আগামী ২৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রমাণ্য চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, এটি ঢাকার লোকজ সংগীতের ওপর ট্রিলজির প্রথম চলচ্চিত্র। ট্রিলজির বাকি চলচ্চিত্রগুলোর গবেষণার কাজ শেষ। প্রযোজনা প্রতিষ্ঠান পেলে তিনি ট্রিলজির বাকি কাজ শুরু করবেন। বর্তমানে তিনি বেদে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More