ভারতের করোনা সংক্রমনের হার রেকর্ড সংখ্যক। এর প্রেক্ষিতে সংক্রমন নিয়ন্ত্রনে ভারতের রাজধানী দিল্লিতে লকডাউন বাড়ানো হয়েছে আরো এক সপ্তাহের জন্য । রোববার রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ঘোষণায় লকডাউন বাড়ানোর কথা জানিয়েছেন।
এর আগে দিল্লিতে প্রথম ১৮ এপ্রিল লকডাউন শুরু হয়। যা ২৪ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই লকডাউনের মেয়াদ বাড়ানো হলো আরও এক সপ্তাহ।
লকডাউন বাড়ানোর ঘোষণার সময় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, সংক্রমণ নিম্নমুখী হলে আগামি ৩১ মে’র পর থেকে লকডাউন তুলে নেয়ার প্রক্রিয়া শুরু হবে।
কেজরিওয়াল জানান, দিল্লির সকল নাগরিককে আগামী তিন মাসের মধ্যে টিকার আওতায় আনাই এই মুহূর্তে তাদের উদ্দেশ্য। কারণ সবাইকে টিকা দিতে পারলেই কোভিড-১৯ এর তৃতীয় ঢেউ এড়ানো সম্ভব হবে।
পরিসংখ্যান বলছে, দিল্লির করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত মাসে দিল্লিতে করোনা সংক্রমণের হার ছিল ২৫ শতাংশ। সেখানে শনিবার তা কমে দাড়ায় ৩.৫৮ শতাংশে।