||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার তাঁর করোনা শনাক্ত হওয়ার পর তিনি রাজধানী কেপটাউনে আইসোলেশনে রয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।
এএফপির খবরে বলা হয়েছে, করোনা শনাক্ত হওয়ার পর সিরিল রামাফোসা আগামী এক সপ্তাহের জন্য প্রেসিডেন্টের কার্যনির্বাহী দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে অর্পণ করেছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের দেয়া বিবৃতিতে জানানো হয়, ১১ ডিসেম্বর কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে ফেরার পর অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন রামাফোসা। পরীক্ষার পর তাঁর করোনা শনাক্ত হয়। তবে তাঁর মনোবল শক্ত আছে এবং তিনি দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর সামরিক স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। ধরনটির প্রকোপে দেশটিতে সম্প্রতি করোনার চতুর্থ ঢেউ দেখা দিয়েছে।
এসএ//এফএস